বহু প্রতীক্ষার পর প্রস্তুত অযোধ্যার রাম মন্দির। এবার বাইশ তারিখ হবে শাস্ত্র মতে প্রাণ প্রতিষ্ঠা সেই দিন অযোধ্যায় বহু সাধু-সন্তের সমাগম হবে । অথচ এই উৎসবে শামিল হতে নারাজ পুরীর গোবর্ধন পীঠের বর্তমান শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী।একটি বেসরকারি চানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মূর্তি উদ্বোধন করবেন। মূর্তি স্পর্শ করবেন। আমি কি সেই সময় ওখানে বসে হাততালি দেব আর জয়ধ্বনি করব! আমার পদেরও তো মর্যাদা আছে।” তাঁর স্পষ্ট মত, রামলালার প্রাণপ্রতিষ্ঠা শাস্ত্র অনুসারে হওয়া উচিত এবং এই ভাবে প্রাণ প্রতিষ্ঠা যথাযত নয় এর মধ্যে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য আছে বলে তিনি মনে করেন।