বাকি আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র তারপরেই রাম মন্দির উদ্বোধন। নিজ গৃহে প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার।‘রাম লালা’র জন্য অযোধ্যায় বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। সাজসাজ রব। রাজনৈতিক নেতা-মন্ত্রী থেকে বিনোদুনিয়া, খেলার জগতের ব্যক্তিত্ব কাদের আমন্ত্রণ জানানো হল, কারা তালিকা থেকে বাদ পড়লেন- দেশবাসীর কৌতূহল তুঙ্গে। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, রজনীকান্ত, কঙ্গনা রানাউত, মাধুরী দীক্ষিত-সহ বহু বলিউড তারকাই আমন্ত্রিত। পাশাপাশি ক্রীড়া এবং রাজনৈতিক জগতের রথী মহা রথীরা আমন্ত্রিত। থাকছেন একাধিক ধর্মগুরু।