Sunday, February 1, 2026
Home দেশ রামমন্দির উদ্বোধনে চাঁদের হাট

রামমন্দির উদ্বোধনে চাঁদের হাট

বাকি আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র তারপরেই রাম মন্দির উদ্বোধন। নিজ গৃহে প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার।‘রাম লালা’র জন্য অযোধ্যায় বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। সাজসাজ রব। রাজনৈতিক নেতা-মন্ত্রী থেকে বিনোদুনিয়া, খেলার জগতের ব্যক্তিত্ব কাদের আমন্ত্রণ জানানো হল, কারা তালিকা থেকে বাদ পড়লেন- দেশবাসীর কৌতূহল তুঙ্গে। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাট, রজনীকান্ত, কঙ্গনা রানাউত, মাধুরী দীক্ষিত-সহ বহু বলিউড তারকাই আমন্ত্রিত। পাশাপাশি ক্রীড়া এবং রাজনৈতিক জগতের রথী মহা রথীরা আমন্ত্রিত। থাকছেন একাধিক ধর্মগুরু।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments