গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়ায় আক্রান্ত আক্রান্ত তিনজন সাধু।তারা উত্তর প্রদেশের বাসিন্দা।আর সেই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর প্রশ্ন, “বাংলায় সাধুসন্তদের খুনের চেষ্টা হয়েছে। এটা লাগাতর তোষণের ফল” পাল্টা দিয়েছে রাজ্য সরকার।শশী পাঁজার দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।মন্ত্রী শশী পাঁজা বলেছেন পুলিশ নিজের কাজ করছে। তবে বিজেপি পুরুলিয়ার মানুষকে ভুল বোঝাচ্ছে।”