শাহী স্নানের বাকি আর কয়েক ঘন্টা সেই উপলক্ষে সারা দেশ এমন কি বিদেশ থেকে অসংখ্য পূন্যার্থী ভিড় জমিয়েছে গঙ্গা সাগরে।শনিবার সন্ধ্যে পর্যন্ত সাগরমেলায় আসা তীর্থযাত্রীর সংখ্যা ৪৫ লক্ষ। সংখ্যাটা ক্রমে বেড়েই চলেছে। রবিবার রাত ১২ টা বেজে ১৩ মিনিটে শুরু হবে মকর সংক্রান্তির পূণ্যস্নান। চলবে সোমবার রাত ১২ টা বেজে ১৩ মিনিট পর্যন্ত।মেলার বাজেট এবার ২৫০ কোটি টাকা। সাগরমেলায় দশ হাজারের বেশি শৌচালয়, ২২ টি জেটি, ২৫০০ টি বাস, ৬ টি বার্জ, ৩৮ টি ভেসেল ও ১০০ টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে।সবমিলিয়ে সাজ সাজ রব এই তীর্থ ক্ষেত্রে।