নিয়ম অনুসারে সাংসদ পদ খারিজ হওয়ার পরেই তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে সরকারি বাংলো ছাড়তে বলেছিল সংশিল্ট দপ্তর । কিন্তু তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন সাংসদ।মহুয়ার অনুরোধ ছিল, অন্তত লোকসভা ভোট পর্যন্ত তাঁকে ওই বাংলোয় থাকয়ে দেওয়া হোক। সেই আবেদন না মেনে উলটে অবিলম্বে তাঁকে দিল্লির বাংলো খালি করার নির্দেশ দিয়েছে ডিরেক্টরেট অফ এস্টেট।তাই আপাতত বেশ সংকটে বিদায়ী সাংসদ।