Sunday, December 7, 2025
Home বিদেশ ইউক্রেনে ভেঙে পড়লো রুশ বিমান

ইউক্রেনে ভেঙে পড়লো রুশ বিমান

সর্বমোট ৬ জন বিমানকর্মী, ৩ জন গার্ড-সহ মোট ৭৪ জন যাত্রী নিয়ে একটি বিমান ইউক্রেন সীমান্তের বেলগোরোড অঞ্চলে ভেঙে পড়ে আজ। এটি ছিলো Ilyushin Il-76 নামে একটি রুশ সামরিক বিমান। সামরিক এবং কূটনৈতিক বিভাগের লোকজনই বেশিভাগ ছিলেন বিমানটিতে তার মধ্যে ৬৫ জন ইউক্রেনীয় বন্দি ছিলেন বলেও শোনা যাচ্ছে । রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে যদিও এনিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক এবং বিমানবাহিনী কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে যাত্রী দের বেঁচে থাকার সম্ভবনা বেশ ক্ষীণ বলেই মনে হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments