যত লোকসভা ভোট এগিয়ে আসছে ততই ইন্ডিয়া জোটের ভবিষ্যত অন্ধকারে তলিয়ে যাচ্ছে কেজরিওয়াল এবং মমতা বন্দোপাধ্যায় ইতিমধ্যে বেসুরো গেয়েছেন এবার বেসুরো বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও বুধবার বিহারে একটি সভায় নাম না করে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তোপ দাগলেন তিনি। এইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করতে শোনা গেলো বর্ষিয়ান এই নেতাকে।আপাতত বিরোধী ঐক্য নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে রাজনৈতিক মহলে।