দুই বিচার পতির লড়াই নিয়ে সরগরম কলকাতা হাই কোর্ট। তবে পরিস্থিতি যে দিকে মোড় নিয়েছে তাতে সময়ের দাবি মেনে দ্রুত বসবে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু রয়েছেন বিশেষ বেঞ্চে।বলা বাহুল্য দুই বিচার পতির এই সংঘাত দেশের আইন জগতে কার্যত নজীর বিহীন।