এককালে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান দাবি করেন “মরে গেলেও বিজেপির সঙ্গে থাকব না।”বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী এবং এককালীন বিজেপি সভাপতি বলেছিলেন নীতীশের জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ। কিন্তু যথার্থ বলেন নীতিশ কুমার, তার মতে রাজনীতিতে নিশ্চিত করে কিছুই বলা যায়না। এবার আরো একবার সবাইকে চমকে দিয়ে ইন্ডিয়া জোট ছাড়লেন তিনি। পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী পদে। পা বাড়িয়েছেন এন ডি এ জোটের দিকে। তার এই জোট বদল বড়ো ধাক্কা কংগ্রেস শিবিরে।রবিবার নীতীশ মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তোপ দাগেন, “দেশে এরকম অনেক নেতা আছেন, যাঁরা আয়া রাম, গয়া রাম।”তবে রবিবারই বিজেপিকে সঙ্গী করে ফের বিহারের মসনদে বসতে চলেছেন তিনি।