আজ এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকলো সিজিও কমপ্লেক্স এর সামনে জড় হওয়া জনতা! ঠিক দুপুরবেলায় হাত বাঁধা ও গলায় ইডির ভুয়ো আই কার্ড ঝোলানো অবস্থায় এক ব্যক্তিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন একদল ব্যক্তি সাথে চলতে থাকে উত্তম মধ্যম প্রহার তাদের অভিযোগ ওই ব্যাক্তি নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে তাঁদের পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করার ফন্দি আঁটেন।এবং খোঁজ খবর নেয়ার পর হাতে নাতে ধরে ফেলা হয়। উচিৎ শিক্ষা দিতে বেছে নেয়া হয় ইডির অফিসের সামনের জায়গা।