এই মুহূর্তে একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে ঝাড় খন্ডে আজ দিনভর জেরার পরে ইডির হাতে গ্রেপ্তার হতে পারেন হেমন্ত সোরেন এই সম্ভবনা যখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে ঠিক তখনই ঝাড়খণ্ডের রাজভবনে হাজির হয়েছেন রাজ্যের শাসক জোটের সমস্ত বিধায়ক সঙ্গে আছেন মুখ্যমন্ত্রী হেমন্ত নিজেও। প্রশ্ন উঠছে জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় তবে কি গ্রেপ্তার হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী? তার কারন মুখ্যমন্ত্রী পদ থেকে আচমকা ইস্তফা দেন হেমন্ত তার বদলে নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন এমন গুজব ও শোনা যাচ্ছে।