চলতি বছরের শুরুর দিকেই হতে পারে লোকসভা ভোট তাই পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পায়নি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার তার বদলে এবারে মাত্র মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ হয়েছে। তেমন কোনো চমক বা বড়ো ঘোষণা নেই বাজেটে।শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে ১,০৮,৮৭৮ কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে ৭৯ হাজার ২২১ কোটি টাকা।পাশাপাশি তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে ব্যয় সংকোচন করা হয়েছে।দেশের রাজস্য ঘাটতির পরিমান ৫.৮ শতাংশ।দেশের জিডিপির পরিসীখ্যান ও তুলে ধরা হয়েছে বাজেটে যাকিনা ৩,২৭,৭১,৮০৮ কোটি টাকা।