কেন্দ্রীয় বঞ্চনায় প্রতিবাদে রেড রোডে ৪৮ ঘণ্টার ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সেই মঞ্চ থেকেই এদিন ইন্ডিয়া জোটের অন্যতম কান্ডারী কংগ্রেস এবং নাম না করে আকারে ইঙ্গিতে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন তিনি। এখনো আসন সমঝোতা না হওয়ায় সেই নিয়ে তিনি নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন “আমরা তো কংগ্রেসকে বলেছিলাম তোমরা ৩০০ আসনে লড়াই করো। বাকি আসনে আমরা লড়াই করবো। সেটা করল না। প্রথমেই চলে এল বাংলা। কংগ্রেস, তুমি ৪০টা আসন পাবে কি না জানি না, সারা ভারতে ৩০০টা আসনে লড়াই করে। তুমি বাংলা না বেছে ইউপিতে গেলে না কেন? তুমি ইউপিতে গিয়ে হারিয়ে এসো। বারাণসীতে গিয়ে হারিয়ে এসো। রাজস্থানে গিয়ে হারিয়ে এসো। বুকের পাটা দেখতাম। জেতা জায়গা হেরেছ।”পাশাপাশি আবার তিনি বলেন সামনে ভোট। তাই এখন আবার বসন্তের কোকিল চলে এসেছে। এই মন্তব্য রাহুল গান্ধীর বিরুদ্ধে বলেই রাজনৈতিক মহল মনে করছেন।