Thursday, January 16, 2025
Home দেশ ভারত রত্ন লাল কৃষ্ণ আদবানী

ভারত রত্ন লাল কৃষ্ণ আদবানী

ভারত রত্ন পাচ্ছেন এল কে আদবানী আর এই খবর সংবাদ মাধ্যমে আসতেই বেজায় খুশি আদবানী পরিবার। সরকারি ভাবে খবর ঘোষণার পরই নিজের বাড়ির সামনে সংবাদমাধ্যম ও জনসাধারণের উদ্দেশে করজোড়ে নমস্কার করলেন।ধন্যবাদ জানালেন সবাইকে এদিন তাঁর মুখে ছিল স্মিত হাসি। সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা।এর আগে প্রধানমন্ত্রী একটি টুইট করে জানিয়েছিলেন ” অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এলকে আডবাণীজিকে ভারতরত্নে সম্মানিত করা হবে। আমি ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁকে অভিনন্দনও জানিয়েছি।”প্রসঙ্গত উল্লেখ করতে হয়  রামমন্দিরের আন্দোলনের প্রকৃত সূচনা হয়ে ছিলো আদবানীর হাতেই। তার দেশ জুড়ে রথ যাত্রার মাধ্যমেই ক্ষমতায় এসেছিলো বিজেপি। তাকে সন্মান জানিয়ে নব্য এবং পুরাতন যে বিবাদ চলছিল সেই বিবাদ মেটানোর চেষ্টা হলো বলেও মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments