শনিবার ভবানীপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেই অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করেন।রাজ্যপাল বলেন বলেন, “শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভরতে অর্জুনের রথ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। একইরকম ভাবে নরেন্দ্র মোদি আছেন বলে ভারতবর্ষের মতো রথও অক্ষত রয়েছে” তার এই মন্তব্যর পরেই শুরু হয় বিতর্ক।রাজ্যপালকে তীব্র আক্রমণ করে কুনাল ঘোষ বলেন কুণালের “নিজের চেয়ারটা অক্ষত রাখার জন্য রাজ্যপাল অকারণ তেলবাজি করছেন ” সিপিএম নেতা সুজন চক্রবর্তীও রাজ্যপালের সমালোচনা করেন ওই মন্তব্যর জন্য।