আজ বিধানসভায় তুমুল হৈ হট্টগোলের মধ্যেই পেশ হলো বাংলার বাজেট। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে। সুযোগ-সুবিধা বেড়েছে একাধিক প্রকল্পে।লক্ষীর ভাণ্ডারের অর্থ পাঁচশো থেকে বেড়ে হলো হাজার।জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানে। অন্তত ৫ লক্ষ চাকরি হবে বলে বাজেটে প্রতিশ্রুতি রয়েছে।বাজেট সম্পর্কে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, ”দেশ ঋণের বোঝায় ডুবে। দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক সমস্যা রয়েছে। রাজ্যেও টানাটানি রয়েছে। সেসব আর্থিক সংকট কাটিয়ে মা-মাটি-মানুষের সরকার দেখাল, কীভাবে মানুষের পাশে থাকতে হয়। মানুষের জন্য কাজ করতে হয়। আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে।”বাজেট পেশ করার সময় বিরোধীরা বাঁধা দিলে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় ” এটা পার্টি অফিস নয়, বিধানসভা।