অ্যালকেমিস্টের বিরুদ্ধে বাজার থেকে বেআইনিভাবে কোটি-কোটি টাকা তোলার অভিযোগ ছিল। সেই টাকা একাধিক ‘প্রভাবশালীর’ কাছে গিয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে আসে একাধিক হেভিওয়েটের নাম তালিকায় আছেন প্রাক্তন তৃণমূল নেতা ও রেল মন্ত্রী মুকুল রায় । এই সংস্থার টাকা বিদেশে পাচার হয়েছে বলেও দাবি ছিল ইডির।এবার এই মামলায় তদন্তের স্বার্থে মুকুল রায়কে দিল্লীতে ডেকে পাঠালো ইডি। যদিও তার যাওয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।এই মুহূর্তে একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।মুকুল পুত্র শুভ্রাংশু জানিয়েছেন এই মুহূর্তে তাঁর বাবার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। সেইরকম শারীরিক পরিস্থিতি তাঁর নেই।