গত ১০ ই ফেব্রুয়ারি সন্দেশখালিতে শিশুকে মায়ের কোল থেকে ছুড়ে ফেলার অভিযোগ ওঠে।আজ সেই অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালি যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, পরামর্শদাতা সুদেষ্ণা রায়-সহ মোট ৪ প্রতিনিধি। আতঙ্কিত গোটা পরিবার। শিশুর মা বলেন ওই রাতে পুলিশের পোশাক পরে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। জানলা ভেঙে দেওয়া হয়। হুমকিও দেওয়া হয়। মায়ের কোল থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় সন্তানকে। আতঙ্কে কার্যত গৃহবন্দি গোটা পরিবার। সব শুনে কার্যত হতবাক কমিশনের সদস্যরা। দ্রুত পুলিশ প্রশাসন কে এই নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে।