গুজরাট থেকে নির্বাচিত হয়েছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।এদিকে রাজস্থান থেকে রাজ্য সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।গত বুধবার রাজস্থানের।জয়পুরে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী।সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ। তাঁর রাজনৈতিক সন্ন্যাস নিয়েও জল্পনা চলছিল। তার মধ্যে এই রাজ্য সভায় যাওয়া সব জল্পনায় জল ঢাললো।