বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সন্দেশখালিতে ফের অশান্তি। সন্দেশখালি থানার সামনে ধরনায় বসা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তুলে দিল পুলিশ। অভিযোগ, তিনি ১৪৪ ধারা ভেঙেছেন। থানার সামনে ধরনা করতে দেওয়া যাবে না। বৃহস্পতিবার সন্ধেবেলা সুকান্তকে সেখান থেকে টেনেহিঁচড়ে তুলে আটকের পর টোটোয় চড়িয়ে একেবারে সন্দেশখালির ঘাটে নিয়ে গিয়ে লঞ্চে তুলে দেওয়া হল। পুলিশের বোটে সুকান্তকে নিয়ে যাওয়া হয়।শেষ খবর পাওয়া অবধি জানা যাচ্ছে নদী পথে সুকান্ত মজুমদারমে লঞ্চে করে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে। তবে গন্তব্য সেটা এখনো স্পষ্ট নয়।
সন্দেশ খালিতে আবার অশান্তি, হেনস্থা সুকান্ত মজুমদারকে
RELATED ARTICLES