শাহজাহান শেখ কোথায়? এটাই এখন রাজ্য পুলিশ এবং প্রশাসনের কাছে লাখ টাকার প্রশ্ন।এবার সন্দেশখালি প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মহেশ তলায় একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এক দিকে কেন্দ্র সরকার কে বৈষম্যর জন্য তুলোধোনা করেন অন্য দিকে শাহজাহান শেখ এর গ্রেপ্তারী প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন শেখ শাহজাহানকে তৃণমূল আড়াল করছে না, যদি কেউ তাকে গার্ড করে থাকে সেটি হল জুডিশিয়ারি।’তার মতে পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যত বড় নেতাই হোক, কেউ যদি মানুষের সঙ্গে অন্যায় করে থাকে, রেয়াত করা হবে না।’