দীর্ঘদিন ধরে স্থানীয়দের ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালি। এর আগে দুবার সন্দেশখালি যাওয়ার জন্য রওনা দিয়েও পৌঁছতে পারেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারাকে হাতিয়ার করে তাঁদের আটকে দেয় পুলিশ। গতকাল ভাঙরের বিধায়ক নৌসাদ সিদ্দিকী গ্রেপ্তার হন সন্দেশখালি যাওয়ার পথে পরে অবশ্য তাকে ছেড়ে দিতে হয়। সন্দেশ খালি যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়ে ছিলেন শুভেন্দু অধিকারী এবার তাকে সন্দেশ খালি যাওয়ার অনুমতি দিলো কলকাতা হাই কোর্ট।আজ রাজ্যের তরফে জানানো হয়, “গতবার কলকাতা হাই কোর্টের নির্দেশ মানেননি শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতা যেদিন সন্দেশখালি গিয়েছিলেন সেদিন ওখানে অনেক লোকের জমায়েত হয়েছিল” এই দাবী উড়িয়ে কোর্ট শুভেন্দু অধিকারী কে সন্দেশ শর্ত সাপেক্ষে খালি যাওয়ার অনুমতি দেয়।