আম্বানি পরিবারের বিয়ে মানেই তারকার মেলা। এবার নিজের কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়েতে বড়ো চমক দিচ্ছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি।বিয়ে উপলক্ষে সঙ্গীতের আসর জমাবেন বলিউডের শাহরুখ-সলমন থেকে রণবীর-আলিয়ারা তো বটেই, এমনকী পশ্চিমী বিনোদুনিয়ার রিহানা অ্যাডাম ব্ল্যাকস্টোন, জে ব্রাউনরাও। ইতিমধ্যেই গোটা টিম নিয়ে গুজরাটের জামনগরে পৌঁছে গিয়েছেন তাঁরা। বলা বাহুল্য অতিথি তালিকার মধ্যে সবথেকে নজরকাড়া পারিশ্রমিক রিহানা।এর আগে নিজের মেয়ের বিয়েতে বেয়নসের মতো তারকাকে দিয়ে পারফর্ম করিয়েছিলো আম্বানি পরিবার। তবে রিহানা এই অনুষ্ঠানের জন্য কতো পারিশ্রমিক নিচ্ছেন তা জানা যায়নি।
অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন পপস্টার ” রিহানা “
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on