Saturday, January 31, 2026
Home বাংলা তমলুকের সভা থেকে অধিকারী পরিবারকে নাম না করে তীব্র আক্রমণ করেন মমতা...

তমলুকের সভা থেকে অধিকারী পরিবারকে নাম না করে তীব্র আক্রমণ করেন মমতা ব্যানার্জী

এক সময় এই মেদিনীপুরের মাটি থেকেই উত্থান হয়েছিলো মমতা ব্যানার্জীর।আজ পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। অধিকারী পরিবার এখন মমতা বন্দোপাধ্যায়ের পয়লা নম্বরের রাজনৈতিক শত্রু বলা যায়। আজ সেই পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির সভামঞ্চে দাঁড়িয়ে নাম না করে শুভেন্দুর বিরুদ্ধেই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুললেন তিনি। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, “সাধুগিরি বের করবই।” সুর চড়িয়ে তিনি আরো বলেন কাউকে লুট করে। টাকার জোরে কোটি কোটি টাকা করেছে। চোরের মায়ের বড় গলা। পকেটমার বাসে উঠলে সেই প্রথম চিৎকার করে। যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায় তখন পকেটমার পালিয়ে যায়। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে? কার বিনিময়ে চাকরি হয়েছিল? কীসের বিনিময়ে চাকরি হয়েছিল? খবর আমিও রাখি। কিন্তু চাকরি আমি কারও যেতে দেব না। ওরা চাকরি খায়। আমরা চাকরি দিই। তবে মাথাকে ছোঁব না ভাববেন না।” এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে শুভেন্দু জানান যে তিনি দলের মাথা নন এবং নাম করে অভিযোগ করলে তিনি নিজে একদিন প্রতিবাদ স্বরূপ কালীঘাটে মঞ্চ বেঁধে সভা করবেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments