সোমবার বিকেলে দেশজুড়ে লাগু হয়েছে CAA। এই আইন নিয়ে বরাবরই বিরোধিতা করছেন মমতা ব্যানার্জী আজ হাবরার সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, CAA হলে বৈধ নাগরিকরাও তাঁদের নাগরিকত্ব হারাবেন। বাংলার পরিস্থিতি হতে পারে অসমের মতো।তিনি আরো বলেছেন বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না, জীবন থাকতে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবেন না। তমলুক সফরে গিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে এই প্রশ্ন করা হলে তিনি জানান। “সিএএ-তে কারও নাগরিকত্ব হারানোর কোনও বিষয় নেই। ডিটেনশন ক্যাম্পেরও কোনও প্রশ্নই নেই। মুখ্যমন্ত্রী গোটা বিষয়টার ভুল ব্যাখ্যা দিচ্ছেন। উনি সবসময় অসত্য কথা বলেন। এ বিষয়ে উনি পটু। এবারও তাই করছেন। সত্যটা সামনে তুলে ধরার পর লাজ-লজ্জা থাকলে উনি মুখ দেখাবেন না কোথাও।” তার পাশে দাড়িয়ে সহমত পোষণ করছেন শুভেন্দু অধিকারী।