Sunday, February 1, 2026
Home দেশ বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ

বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ

প্রথমে বিজেপি তাদের কুড়ি জনের প্রার্থী তালিকা প্রকাশ করে তারপর তৃণমূল একসাথে রাজ্যের বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে। আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আনুষ্ঠানিক ভাবে বাম ফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেন। তালিকায় রয়েছেন একাধিক নতুন মুখ।

বামফ্রন্ট এর প্রথম দফার তালিকা –

আসানসোল- জাহানারা খান, কোচবিহা – রনীতীশ চন্দ্র রায়, জলপাইগুড়ি – দেবরাজ বর্মন, বালুরঘাট- জয়দেব সিদ্ধান্ত, কৃষ্ণনগর – এস এম সাদি, দমদম- সুজন চক্রবর্তী, যাদবপুর – সৃজন ভট্টাচার্য কলকাতা দক্ষিণ- শায়েরা শাহ হালিম, হাওড়া- সব্যসাচী চট্টোপাধ্যায়, শ্রীরামপুর- দীপ্সিতা ধর, তমলুক- সায়ন বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর- বিপ্লব ভট্ট, হুগলি-মনোদীপ ঘোষ, বিষ্ণুপুর- শীতল কৈবর্য, বর্ধমান – পূর্বনীরজ খান, বাঁকুড়া- নীলাঞ্জন দাশগুপ্ত

RELATED ARTICLES

Most Popular

Recent Comments