গতকাল নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় ও মুখে চোট পান মমতা বন্দোপাধ্যায়। মেডিকেল টিম পেছন থেকে আঘাত বা পুশ ফ্রম বিহাইন্ড তত্ত্ব সামনে আনতেই শোরগোল পড়ে যায় গোটা দেশে। আজ এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের জন্য গঠন করা হল একটি উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি। তিন সদস্যের এই কমিটির মাথায় রয়েছেন স্বয়ং কমিশনার। এছাড়াও আরও দুই জন এই কমিটিতে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই এদিন সাক্ষাৎ করেন পুলিশ কমিশনার। এরপরেই অনুসন্ধান কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে। ইতিমধ্যে রাজ্য পাল, উপ রাষ্ট্রপতি সহ দেশের সব নেতাই মুখ্যমন্ত্রীর স্বাস্থ এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। আপাতত স্থিতিশীল আছেন মমতা বন্দোপাধ্যায়।