চলতি বছরেই অনুষ্ঠিত হবে বছর দেশের সাধারণ নির্বাচন। পৃথিবীর বৃহত্তম এই নির্বাচন পক্রিয়া সম্পন্ন হবে ৭ দফায়। ভোট শুরু ১৯ এপ্রিল। লোকসভার ভোটগণনা ৪ জুন। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার দেশের রাজনৈতিক দল গুলিকে সতর্ক করে বলেন ভোটপ্রচারে ঘৃণাভাষণ, লাগামছাড়া মন্তব্য নিয়ে সতর্ক থাকতে হবে পাশাপাশি তিনি আদর্শ আচরণবিধির উপর জোর দেয়া হয়। কোনওভাবেই যেন ‘লক্ষণরেখা’ অতিক্রম না করা হয়, সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ভোটের সময়ে দেশের মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়াকেও ভুয়ো খবর প্রচার করা থেকে বিরত থাকতে হবে।