আক্রমনাত্মক সমালোচনার জন্য পরিচিত কুনাল ঘোষ এবার একরকম অনুরোধ করেন এক্স হ্যান্ডেলে, তিনি প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলীকে উদ্দেশ্য করে এই অনুরোধ করেছেন।তৃণমূলের প্রাক্তন সাংসদের দাবি, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না।” কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা, “আপনি কেন, বিজেপিতে অন্য কোনও নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না ও।” তার এই মন্তব্যকে অবশ্য খুব একটা গুরুত্ব দেননি তমলুক আসনের সম্ভাব্য প্রার্থী। সংবাদ মাধ্যমে জানিয়েছেন কোনো কটু কথা তিনি বলবেন না শুধু মাত্র শুভেচ্ছা জানাবেন। তবে কুনাল অভিজিৎ দ্বন্দ্ব নেটিজেনদের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠছে।