গার্ডেনরিচকাণ্ডে এখনও পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। ঘটনায় গ্রেপ্তার প্রোমোটার সহ জমি মালিক।এরপরেই মঙ্গলবার এই নিয়ে কড়া অবস্থান নিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট এর বিচারপতি বলেন, ‘বেআইনি নির্মাণের সঙ্গে যারা যুক্ত তাদের একটা ভাল শিক্ষা দিতে হবে, যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ হয়।’ এদিন বুধবারও বিচারক বলেন, ‘আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। বিচার না দিলে অন্যায় করা হবে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চের কোন স্থগিতাদেশ নেই।’এর আগে বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে হাইকোর্ট এর বিচারপতি বলেছিলেন, ‘বাড়ি ভাঙার নির্দেশ সম্পর্কিত কোনও মামলা শুনব না। যে আদালতই নির্দেশ দিক, তাই থাকবে।