শেখ শাহজাহান এবং তার দল বল গ্রেপ্তার হওয়ার পরেও সন্দেশ খালি কাণ্ডে আরো একবার সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে সিবিআই কে আজ ফের সন্দেশখালির মিনাখাঁয় সিবিআই পৌঁছে যায়। আজ সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের একটি দল পৌঁছয় এলাকায়। সোজা চলে যান একটি ইটভাটায়। কথা বলেন সেখানকার শ্রমিক ও ম্যানেজারের সঙ্গে।সেখান থেকে বেরিয়ে স্থানীয় বাসিন্দা এনামুলের বাড়িতে যান তাঁরা। এনামুল নামে ওই যুবককেও পুলিশ গ্রেপ্তার করেছিল।আপাতত তাকে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।আজ সিবিআই টিমের সাথে ছিলো ধৃত সাতজনের মধ্যে একজন তার নাম আইজুল।