Sunday, February 1, 2026
Home দেশ সিবিআই এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে মহুয়া মৈত্র

সিবিআই এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে মহুয়া মৈত্র

শনিবার মহুয়া মিত্র মর কৃষ্ণনগরের বাড়িতে এবং কলকাতায় আলিপুরে তাঁর বাবার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।। মহুয়া মৈত্র কৃষ্ণ নগর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী।সিবিআই তদন্ত নিয়ে ক্ষুব্ধ মহুয়া সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর প্রার্থীর বাড়িতে তল্লাশি করার কারণে, তাঁর মর্যাদাহানি হচ্ছে।মহুয়ার যুক্তি, যখন সারা দেশ জুড়ে আদর্শ আচরণবিধি বলবৎ করে দেওয়া হয়েছে, তাঁর মাঝে একজন প্রার্থীর বাড়িতে গিয়ে এইরকম তল্লাশি কি আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে।প্রসঙ্গত উল্লেখ করতে হয় সংসদে অর্থের বদলে প্রশ্নের অভিযোগের ভিত্তিতে এই সিবিআই তদন্ত চলছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments