কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের প্রায় সব রাজ্যে বাড়ছে একশো দিনের কাজের মজুরি।বাংলায় ১০০ দিনের শ্রমিকদের মজুরি বেড়েছে ১৩ টাকা। শতাংশের হিসাবে ৫.৫ শতাংশ। সে তুলনায় একাধিক বিজেপি শাসিত রাজ্যে মজুরি বৃদ্ধির হার অনেক বেশি সেই তালিকায় আছে হরিয়ানা এবং গোয়ার মতো রাজ্য।বোঝাই যাচ্ছে একেক রাজ্যে একেক হারে বাড়ানো হল মজুরি।আগে বাংলায় প্রতিদিন ২৩৭ টাকা করে মজুরি পেতেন কর্মীরা। এবার সেটা বেড়ে হল ২৫০ টাকা প্রতিদিন করা হয়েছে।স্বাভাবিক ভাবেই বিরোধী দল গুলির পক্ষথেকে এবার মজুরি বৃদ্ধির ক্ষেত্রেও বঞ্চনার অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলায় মজুরি বৃদ্ধির হার কম কেনো।তবে কি এক্ষেত্রে রাজনৈতিক অভিসন্ধি আছে। ভোটে এর কি প্রভাব পড়বে তা নিয়ে নানা মহলে জল্পনা তৈরী হচ্ছে।