শুক্রবার রাতে রাস্তায় দলীয় পতাকা লাগাতে গিয়ে জখম হন এক বিজেপি কর্মী। অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নান গ্রামের ঘটনা।
জানা গিয়েছে, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ফ্লেক্স, ব্যানার লাগাছিলেন স্থানীয় সংখ্যালঘু মোর্চার ব্লক আহ্বায়ক আব্বাস বেগ।সেই সময় তাকে বাঁধা দেন স্থানীয় তৃণমূল নেতৃত্বে। প্রথমে বচসা তারপর হাতাহাতি। পাল্টা অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এক তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছে বলেও শোনা যায়।শনিবার সন্ধ্যায় কাজ থেকে ফেরার সময় কয়েকজন বিজেপি কর্মী তাঁকে মারধর করেন বলে অভিযোগ।যদিও অভিযোগ অস্বীকার করেন বিজেপির সাংগঠনিক জেলার সদস্য অভিজিৎ মাইতি তার মতে সবটাই রাজনৈতিক চক্রান্ত।