মেষ – মানসিক চিন্তা এবং বিবাহিত জিবনে অশান্তি|আর্থিক দিক দিয়ে অগ্রগতি|শরীরের যত্ন নিন|মানিয়ে চলুন
বৃষ – আর্থিক উন্নতি বজায় থাকবে|মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে|নিকট বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন|দাম্পত্য জীবন মোটের উপর সুখের হবে|
মিথুন -মানসিক দুশ্চিন্তা কিছুটা বৃদ্ধি পাবে|বছরের শেষে প্রেম ও বিবাহের জন্যে শুভ সময়|নতুন কর্মের যোগ রয়েছে|শারীরিক ভাবে সুস্থ ও সচেতন থাকবেন|
কর্কট – আর্থিক ভাবে ব্যয় বৃদ্ধি পাবে| নতুন সম্পর্কে জড়াতে পারেনা|পারিবারিক স্থিতি শুভ|মানসিক ভাবে দৃঢ় মনোভাব বজায় রাখতে হবে|
সিংহ – সম্পত্তি সংক্রান্ত বিবাদ মেটার সম্ভবনা|বিবাহের জন্যে শুভ সময়|আয় ভালো হবে|নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন|
কন্যা- বছরের শুরুতে ব্যয় বৃদ্ধি ও মানসিক অস্থিরতা থাকতে পারে|নিকট বন্ধু দ্বারা উপকৃত হবেন|বছরের শুরুতে গৃহে অতিথি আগমন হতে পারে|
তুলা- পারিবারিক বিবাদ বৃদ্ধি পাবে|হটাৎ হিসেবের বাইরে আয় হতে পারে|শরীর নিয়ে চিন্তা থাকবে তবে বছরের মাঝামাঝি থেকে শুভ সময়|
বৃশ্চিক – কর্ম ক্ষেত্রে উন্নতি এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাবে তবে শত্রু দমন হবে মোটের উপর আর্থিক দিক থেকে বছর ভালো যাবে|
ধনু – চিত্ত চঞ্চল হওয়া বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি যাবে|প্রেম ও বিবাহের জন্যে ভালো সময়|পারিবারিক শান্তি বজায় থাকবে|আর্থিক ভাবে শুভ বছর|
মকর-অভিনয় বা খেলা ধুলার সঙ্গে যুক্ত হলে উন্নতি রয়েছে|নতুন ব্যবসা শুরু করতে পারেনা|সম্পত্তি বৃদ্ধি পাবে|হটাৎ ব্যয় বৃদ্ধি হতে পারে
কুম্ভ -নতুন যানবাহন কেনার জন্যে শুভ সময়|নতুন বিনিয়োগ থেকে আয় হবে|শারীরিক ভাবে শুভ সময়|বছরের শেষে ব্যয় বৃদ্ধি|
মিন – কর্মে উন্নতি|আর্থিক ভাববে লাভবান হবেন পারিবারিক শান্তি বজায় থাকবে|নতুন বিনিয়োগের ক্ষেত্রে ভেবে সিদ্ধান্ত নেবেন|মাথা ঠান্ডা রাখুন।