ভোটের আগে রাজনৈতিক দলগুলির আয় ব্যায়ের হিসেবে নিকেশ নিয়ে রীতিমত তৎপর আয়কর দপ্তর। তৃণমূল এবং কংগ্রেসের পরে এবার সিপিএম বেকায়দায়।ত্রিশুরের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪.৮ কোটি টাকা ফ্রিজ করা হল। আয়কর দপ্তর জানিয়েছে এই থেকে সাম্প্রতিক সময়ে এবং অতীতে কী কী আর্থিক লেনদেন হয়েছে তা খতিয়ে দেখা হবে। আর এই ব্যাঙ্কের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আর কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা এভাবে আয়কর দপ্তরের থেকে গোপন করা হয়েছে, তা-ও খতিয়ে দেখা হবে।এই একাউন্টটির তথ্য গোপন করা হয়েছিলো বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফে।