আবার বিশ্ব জুড়ে যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে দিলো ইরান। শনিবার রাত থেকে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। অতর্কিতে এই হামলায় প্রথমে ইসরায়েল কিছুটা চাপের মধ্যে পড়লেও পরে তারা একটি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বলে দাবি করেছে। আমেরিকা এই হামলার নিন্দা করেছে এবং তারা ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছে। তবে হামলার পরেই ইরানের সেনাপ্রধান জানিয়েছেন, তাদের আক্রমণ সম্পূর্ণ লক্ষ্যে অর্জন করেছে। সে সংঙ্গে তারা দাবি, হামলা চালিয়ে ইয়াওয়ারের উদ্দেশ্য নয় তাদের। তবে যদি ইজরায়েলের তরফে কোনও হামলা হয়, সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী আক্রমণ আরও বড় হতে চলেছে। ইসরায়েল চুপ করে বসে থাকার পাত্রী নয়। তারা পাল্টা হামলা চালালে যুদ্ধ পরিস্থিতি ব্যাপক রূপ নিতে পারে এমনটাই আশা করছে গোটা বিশ্ব। সেক্টরে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও অনেকে মনে করছেন।

