আউট ডোর শুটিং শুটিংয়ে মহিলা মেকআপ শিল্পীর ধর্ষণের অভিযোগ। তাতেই তীব্র চাঞ্চল্য ছড়াল ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ঘটনাটি ঘটেছে বকখালিতে। মেকআপ আর্টিস্ট এর অভিযোগে নড়ে চড়ে বসেছে প্রশাসন।ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে শুটিং ইউনিটের প্রোডাকশন ম্যানেজারকে। ধৃতের নাম রাহুল ঘোষ।নির্যাতিতার দাবী শুটিং এর পরে বিশ্রামের সময়ে তার উপর শারীরিক নির্যাতন করেন প্রোডাকশন ম্যানেজার।ঘটনাটি ঘটেছে পয়লা বৈশাখের দিন। অভিযোগকরিনি ডানলপ এর বাসিন্দা।
Recent Comments
Hello world!
on