এই মুহূর্তে ভোটের প্রচারে বাংলায় আছেন অমিত শাহ গতকাল নিয়োগ সংক্রান্ত ঐতিহাসিক রায়কে সামনের রেখে আজ তৃণমূল কংগ্রেস সরকারের কঠোর সমালোচনা করেছেন শাহ
তাঁর কথায়, ‘চাকরি পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছে ওরা। আপনাদের কাছে ১৫ লক্ষ টাকা না থাকলে আপনার বাড়ির লোকেরা চাকরি পাবে কীভাবে?’ উত্তর বঙ্গের মানুষের জন্য একটি বড়ো ঘোষনাও করছেন শাহ তিনি বলেছেন এই নির্বাচনে বাংলা বিজেপিকে ৩০ আসন দিলে উত্তরবঙ্গের মানুষের জন্য রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ে তুলবে মোদি সরকার।
তীব্র গরম উপেক্ষা করে প্রচার সভায় বক্তৃতা দিতে গিয়ে শাহ বলেছেন বিজেপিকে , ‘একমাত্র বিজেপিই পারে এই দুর্নীতি রুখতে।’