গত সোমবার হাই কোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে। ডিভিশন বেঞ্চ এ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির বেঞ্চের তরফে ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় মোট ২৫ হাজার ৭৫৩ জনের।এবার কথা মতো কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে স্পেশাল লিভ পিটিশন দায়ের হল শীর্ষ আদালতে।শীর্ষ আদালতে যাওয়ার কথা আগেই জানিয়েছিল কমিশন । স্বয়ং মুখ্যমন্ত্রী এই রায়কে বেআইনি আখ্যা দিয়েছেন।এসএসসির তরফে সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলা হয়েছে, স্বাভাবিক নিয়মে চাকরি প্রাপকদের বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও কেন পুরো প্যানেল বাতিল করা হল। এখন দেখার হাইকোর্ট এর রায় বহাল থাকে নাকি স্টে অর্ডার হয়।