মেক্সিকো বিশ্বকাপ কে বলা হয় মারাদোনার বিশ্বকাপ । ইংল্যান্ডের বিরুদ্ধে ‘গোল অফ দ্য সেঞ্চুরি’ আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুটি করে গোল করেছিলেন । ব্যাক্তিগত দক্ষতায় আর্জেন্টিনার ফুটবলকে যে উচ্চতায় নিয়ে গিয়ে ছিলেন মারাদোনা সেই উচ্চতা ছোঁয়া কারও পক্ষেই সম্ভব নয়।গোটা টুর্নামেন্ট এ অসাধারণ কৃতিত্বর জন্য সেবার সোনার বল পেয়েছিলেন তিনি।রহস্য জনক ভাবে সেই গোল্ডেন বল বহু দিন ছিলো লোক চক্ষুর আড়ালে। সোনার বল হারিয়ে গেছে বলেও খবর ছড়ায়।সেই সোনার বল চুরি হয়ে গিয়েছিল বলেও অনেকে মনে করেন।মারাদোনার মৃত্যুর প্রায় সাড়ে তিনবছর পরে আবার সেই সোনার বলের খোঁজ পাওয়া গিয়েছে এবং এবার ফ্রান্সের নিলাম সংস্থা জুন মাসে প্যারিসে সেই বল নিলাম করবে।