Saturday, May 10, 2025
Home দেশ মোদী নন প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ!

মোদী নন প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ!

জেল থেকে জামিনে মুক্ত হয়েই লোকসভা ভোটের প্রচারে ঝাঁপিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ভোটের প্রচারে তিনি আজ এক বিস্ফোরক দাবী করেছেন। তার কথায় যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুদিনের মধ্যেই পঁচাত্তর বছর পূর্ণ করবেন তাই তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না তার বদলে প্রধানমন্ত্রী হবেন অন্য একজন!

এর পরই কেজরিওয়ালের কৌশলী প্রশ্ন, “মোদি অবসর নিলে প্রধানমন্ত্রী কে হবেন? মোদির গ্যারান্টি কে পূরণ করবেন? অমিত শাহ করবেন কী? নিজের বিশ্বস্ত সঙ্গী অমিত শাহকে কুরসিতে বসাবেন মোদি। মনে রাখবেন, আপনি কিন্তু মোদিকে ভোট দিচ্ছেন না। ভোট দিচ্ছেন অমিত শাহকে। মোদি ভোট চাইছেন অমিত শাহর জন্য।”

তিনি আরো মনে করিয়ে দিয়েছেন লালকৃষ্ণ আডবানী, মুরলী মনোহর জোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহারা এই নিয়মেই নিজেদের পদ থেকে সরেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments