ভোট আবহে ফের রণক্ষেত্র সন্দেশখালি। আজ প্রথমে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে মারধর করা হয়। পরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরে মহিলারা।আজ দিন ভর একাধিক অশান্তির ঘটনা ঘটে সন্দেশখালিতে রেখা পাত্রর নেতৃত্বে সন্দেশখালি থানা ঘেরাও করা হয়। পুলিশের সঙ্গে বাকবিতন্ডা হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের।ভাইরাল হওয়া বিজেপির মন্ডল সভাপতির ভিডিওকে কেন্দ্র করেই শুরু হয় ঝামেলা।স্থানীয় মহিলাদের অভিযোগ, বিধায়কের যোগসাজশে ওই তৃণমূল নেতারা ফেক ভিডিও তৈরি করছেন।বিজেপিকে বেকায়দায় ফেলতেই এই চক্রান্ত, এই অভিযোগ তোলেন তারা। দ্রুত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক ভাবে নিয়ন্ত্রনে আসে।