Sunday, October 6, 2024
Home বাংলা রাখীবন্ধন ও রবীন্দ্রনাথ

রাখীবন্ধন ও রবীন্দ্রনাথ

পন্ডিত অনিমেষ শাস্ত্রী

বাংলায় রাখীপূর্ণিমা ধর্মীয় বা শাস্ত্রীয় উৎসব তো আগাগোড়াই ছিলো কিন্তু তা রাজনৈতিক লড়াইয়ে  হাতিয়ারের রূপ নেয় এবং অন্য মাত্রা পায় কবিগুরুর হাত ধরে|

ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ১৯০৫ সালের ১৬ অক্টোবর।
সেদিন বঙ্গ ভঙ্গের  প্রতিবাদে ও প্রতিরোধে উত্তাল হয়ে উঠেছিল সারা বাংলা|ব্যাপক হরতাল পালিত হয়, জাতীয় শোক দিবস ও পালন করা হয় কোথাও কোথাও|

বাংলার এই চরম দুর্দিনে রবীন্দ্রনাথ চুপচাপ বসে থাকবেন তাও কি সম্ভব|তিনিও ঝাঁপিয়ে পড়লেন নিজের মতো করে|তিনি প্রস্তাব রাখেন, ১৬ অক্টোবর কোনো বাড়িতে রান্নাবান্না হবে না। অরন্ধন এবং উপবাস পালন করা হবে বাংলা জুড়ে। বাঙালির ঐক্য আরও দৃঢ় করতে সেদিন উদযাপিত হবে রাখিবন্ধন উৎসব|বলাবাহুল্য প্রস্তাব গৃহীত হয় অসংখ্য বাঙালির দ্বারা এবং সফল হয়|পিছিয়ে যেতে বাধ্য হয় সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার|

সেদিন রাখীপূর্ণিমা ছিলো অনেকটা অকাল বোধনের ন্যায় কারন তিথি নক্ষত্র অনুসারে ওটা মোটেও রাখী পূর্ণিমার দিন ছিলোনা|তবু রাখী পূর্ণিমা হোলো|সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে অসংখ্য হিন্দু রমনী রাখী পড়িয়ে দিলেন ভিনধর্মের ভাইদের হাতে|

এইখানে বলে রাখি শুরুতে কিঞ্চিৎ ইতস্তত করেছিলেন কিছু মানুষ কারন তাদের ধর্মের সাথে রাখি পূর্ণিমার কোনো সম্পর্ক নেই কিন্তু এগিয়ে এসেছিলেন নাখোদা মসজিদের ইমাম, স্বয়ং হাত বাড়িয়ে রাখি পড়েছিলেন তিনি|ব্যাস তৈরি হোলো ইতিহাস|রাখি পূর্ণিমার ইতিহাস|বলা ভালো রাখি পূর্ণিমার আধুনিক ইতিহাস|

আজও রাখি বন্ধন উৎসব  পালিত হয় বাংলার ঘরে, আজও সমান ভাবে প্রাসঙ্গিক এই উৎসবের সামাজিক ভূমিকা বিশেষ করে এই অস্থির রাজনৈতিক সময়ে|আপনাদের সবাইকে আমার ও আমার পরিবারের তরফথেকে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন|

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments