রামকৃষ্ণ মিশন-ভারত সেবাশ্রম সংঘের একাংশের বিরুদ্ধে আনা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে উত্তাপ বেড়েছে ভোটবঙ্গের।প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে নাম না করে মুখ্যমন্ত্রীকে ভৎসনা করেন। ভারত সেবাশ্রমের এক মহারাজকেও এদিন তার সভায় দেখা যায়
এবার মমতা ব্যানার্জীকে পালটা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, মুখ্যমন্ত্রী মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন! তাঁদের সঙ্গে নমাজ পড়ে ভোট টানতে পারেন। আর সাধুসন্তরা বললেই দোষ? এই একি যুক্তিতে গতকাল শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন।