Saturday, January 31, 2026
Home দেশ শেষ ল্যাপে উত্তর এবং দক্ষিণ কলকাতায় রোড শো করবেন মোদী!

শেষ ল্যাপে উত্তর এবং দক্ষিণ কলকাতায় রোড শো করবেন মোদী!

প্রার্থী তাপস রায়ের জন্য উত্তর কলকাতায় রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর রোড শো থেকে এই কেন্দ্রের পাশাপাশি দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর হয়ে   জনসমর্থন চাইবেন প্রধানমন্ত্রী। তার তার রোড শোয়ের দিনক্ষণ ও যাত্রাপথও প্রায় চূড়ান্ত। সব কিছু খতিয়ে দেখে এস পি জি চূড়ান্ত ছাড়পত্র দেবে।সব ঠিক থাকলে আগামী ২৮ মে, মঙ্গলবার উত্তর কলকাতায় মোদিজির রোড শো হতে পারে।তারপর ২৯ তারিখ বারাসত ও বারুইপুরে দুটি জনসভা হতে পারে।সবমিলিয়ে, শেষদফা ভোটে প্রচারের সুর আরও চড়াতে প্রস্তুত বিজেপি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments