আজ একটি ঐতিহাসিক রায়ে ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। যার ফলে বাতিল হতে চলেছে প্রায় ৫ লাখ ওবিসি শংসাপত্র। যদিও ২০১০ সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণিভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ ও ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যাঁরা চাকরি পেয়েছেন বা নিয়োগপ্রক্রিয়া মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। ভোট চলাকালীন এই রায়ে কার্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।খড়দার একটি জনসভা থেকে তিনি বলেন ” বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে। যদিও তাঁর রায় আমি মানি না। ”