ভোট কে কেন্দ্র করে যত অশান্তি হচ্ছে বঙ্গ ততোই বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। এবার ষষ্ঠ পর্বের ভোটে মোট বুথের সংখ্যা ৩৮০৪টি। এই পর্বে ৯১৯ কোম্পানি অর্থাৎ প্রায় ৭৫ হাজার আধাসেনা মোতায়েন করা হচ্ছে। যা সর্বকালীন রেকর্ড। আট আসনের জন্য এত বাহিনী মোতায়েন এক কোথায় অভাবনীয়। এই ৯১৯ কোম্পানির মধ্যে সর্বোচ্চ ২৩৭ কোম্পানি মোতায়েন করা হচ্ছে পূর্ব মেদিনীপুরের দুই আসনে।প্রসঙ্গত উল্লেখ্য রাত পোহালেই ষষ্ঠ দফায় আট কেন্দ্রে ভোট। যার অন্যতম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক আসন। দুই কেন্দ্রে রয়েছে সৌমেন্দু অধিকারী এবং অভিজিৎ গাঙ্গুলির মতো হেভি ওয়েট প্রার্থী।