আজ লোকসভা নির্বাচনকে কেন্দ্রকরে মেদিনীপুরের দুই কেন্দ্র কাঁথি ও তমলুকে একাধিক অশান্তির খবর মিলেছে। আর যেখানেই অশান্তি, সেখানেই ছুটে যাচ্ছেন তমলুকের বিজেপি প্রার্থী এবং কাঁথির সৌমেন্দু অধিকারী।তমলুকের ময়নায় নিখোঁজ হওয়া বিজেপি নেতার বাড়িতে পুলিশি তল্লাশির বিরুদ্ধে ধরনায় বসলেন। তার দাবী পুলিশকে অবিলম্বে বাড়ি ছাড়তে হবে। কোথাও আবার তার উদ্দেশ্যে ভেসে এলো চোর চোর স্লোগান। অন্যদিকে কাঁথিতে সারাদিন দাপিয়ে বেড়ালেন সৌমেন্দু অধিকারী। বুথের সামনে অবৈধ জমায়েত সরাতে গিয়ে তার রূদ্র মূর্তি দেখলো কাঁথির জনগন।সব মিলিয়ে মোটামুটি শান্তিপূর্ণ ভোট হলেও বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে দুটি এলাকায়।