Saturday, January 31, 2026
Home দেশ আগামী কাল বিজেপির ডাকে ১২ ঘন্টার বাংলা বন্ধ

আগামী কাল বিজেপির ডাকে ১২ ঘন্টার বাংলা বন্ধ

আগামী কাল ২৮ আগস্ট পুলিশি হেনস্তার প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। মঙ্গলবার ছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান অভিযান ঘিরে আজ রনক্ষেত্রর চেহারা নেয় হাওড়া ব্রিজ সহ নবান্ন সংলগ্ন এলাকার। ভিড় সামলাতে লাঠি চার্জ এবং কাঁদানে গ্যাস চার্জ করে পুলিশ যাতে আহত হয় বেশ কয়েকজন। লাল বাজারে যাওয়ার মুখে বাঁধা দেয়া হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।তবে রাজ্য সরকারের তরফে বার্তা দেয়া হয়েছে কালকের বনধ মানা হবে না। আগামী কাল রাজ্যে জনজীবন সচল থাকবে। সবকিছু চালু থাকবে। দোকানপাট খোলা থাকবে। যানবাহন পরিষেবা স্বাভাবিক রাখা হবে। সকলের কাছে অনুরোধ বনধের অংশ হবেন না। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের কাজে আসতে বলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments